Saturday, November 9, 2013

পরের চ্যালেঞ্জ বিদেশের মাটিতে ভালো খেলা

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে নিজ দেশের মাটিতে চমত্কার পারফরমেন্স করেছে বাংলাদেশ ক্রিকেট দল। পুরো সিরিজ জুড়ে দেখা গেছে তাদের দাপট। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হারলেও প্রাপ্তিটা একেবারেই খারাপ নয়।


আনন্দ-উত্ফুল্লের এই সিরিজে শুধুমাত্র টেস্ট খেলতে পেরেছেন সাকিব আল হাসান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খেলা হয়নি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। তবে এই অলরাউন্ডারের মতে মুশফিকুর রহিমদের পরবর্তী চ্যালেঞ্জ হবে বিদেশের মাটিতে ভালো পারফরমেন্স করা।


তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কিউইদের ফের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডের আগের দিন আচমকা জ্বরে আক্রান্ত হন সাকিব। সিরিজ শেষ হওয়া পর্যন্ত হাসপাতালে কাটাতে হয়েছে তাকে। পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে আরও দু’সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।


মাঠের পারফরমেন্সে বাংলাদেশের জন্য নির্ভরশীল একজন ক্রিকেটার সাকিব। কিন্তু তাকে ছাড়াই একদিনের সিরিজ জিতল মুশফিকরা। দলের যে উন্নতি হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। তবে পরের ধাপে এগোতে সাকিবের মতামত,‘আমাদের এখন বিদেশের মাটিতে ভালো খেলতে হবে। এ বছরের শুরুতে আমরা শ্রীলঙ্কায় ভালো খেলেছিলাম। একইভাবে অন্য দুই-একটি দেশেও আমাদের ভালো করতে হবে, আস্তে আস্তে অন্য সব দেশগুলোতেও। বিদেশের মাটিতে ভালো খেলা হবে আমাদের পরের চ্যালেঞ্জ।’


দলের মধ্যে ধারাবাহিকতা খুঁজে পাচ্ছেন বাঁহাতি এই অলরাউন্ডার,‘এই দলে অনেক পারফরমার আছে। আমরা নিজেদের মাঠে গত দুই বছর ধারাবাহিক ছিলাম। আমরা এখানে অনেক শক্তিশালী দল, পাকিস্তান ছাড়া আমরা প্রায় সব দলকে হারিয়েছি। বলতে গেলে নিয়মিত আমরা জিতেছি। এমনটা নয় যে দশ ম্যাচে একটা জিতেছি।’


বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ৯ নভেম্বর ২০১৩

এফএইচএম/এসআরএস





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger