Friday, November 8, 2013

পাবনায় হরতালে মিছিল-টায়ারে আগুন

পাবনা: বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করার প্রতিবাদে পাবনায় শনিবার সকাল-সন্ধ্যা হরতালে বিক্ষোভ মিছিল ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে পিকেটাররা।


সকাল পৌনে ৮টার দিকে হরতালের সমর্থনে শহরে বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপির নেতাকর্মীরা।


অপরদিকে, সকাল ৮টার দিকে শহরের মুজাহিদ ক্লাব এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।


জেলার বাইরে কয়েকটি উপজেলা সদরে হরতালের সমর্থনে পিকেটিং ও মিছিল হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


এদিকে, হরতালে জেলায় দূরপাল্লার যান চলাচল ও অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।


শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন থেকে শিমুল বিশ্বাসকে আটক করা হয়।শিমুল বিশ্বাস পাবনা জেলা বিএনপির এক নম্বর সদস্য।


তার প্রতিবাদে রাতেই জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় পাবনা জেলা বিএনপি।


বাংলাদেশ সময়: ০৯৩০ নভেম্বর ০৯, ২০১৩

পিসি/বিএসকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger