Friday, November 8, 2013

রাতভর ডিবি কার্যালয়েই বিএনপি নেতারা

ঢাকা: ডিবি অফিসে কেউ কারো দেখা পাননি আটক বিএনপি নেতারা। আটকের পর ডিবি কার্যালয়ে নিয়ে এসে তাদের আলাদা আলাদা রুমে রাখা হয়।


সর্বশেষ রাত সোয়া ১টার দিকে যখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে আটক করে ডিবিতে নিয়ে আসার পরও তাদের পৃথক করে রাখা হয়।


ডিবিতে যেহেতু আসামিদের থাকার কোন কাস্টডি নেই সেহেতু তাদের সহকারী কমিশনার ও অতিরিক্ত কমিশনারের কক্ষে তাদের রাখা হয়। সারারাত তারা সোফা ও চেয়ারে বসেই রাত কাটিয়েছেন।


মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছে।


সূত্র জানায়, শুক্রবার বিকেলে নির্দলীয়, নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রোববার থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল ঘোষণার পর থেকেই পুলিশ বিএনপি নেতাদের গ্রেফতারের প্রস্তুতি শুরু করে।


এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘হরতাল ডেকে যারা নৈরাজ্য ও মানুষ হত্যা করবে সরকার তাদের কঠোর হস্তে দমন করবে।’


সূত্র জানায়, সরকারের উপর মহলের গ্রিন সিগন্যাল পাওয়ার পর থেকে গ্রেফতারের প্রস্তুতি শুরু হয় গোয়েন্দা পুলিশের। প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর বিএনপি নেতাদের অবস্থান নিশ্চিত করা হয়।

এর পরপরই সন্ধ্যায় অবস্থান নিশ্চিতের পরই হোটেল সোনারগাঁও থেকে বেরুনোর সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে আটক করে গোয়েন্দা পুলিশ। প্রায় একই সময়ে পরিচালিত অভিযানে আটক করা হয় বিএনপির অপর দুই স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়াকে।


গ্রেফতারের পরপর তাদের নিয়ে আসা হয় মিন্টু রোডস্থ মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। সেখানে তাদের পৃথক করে রাখা হয়। তাদের আটকের পরও গোয়েন্দা পুলিশের বিভিন্ন টিম রাজধানীতে অবস্থিত বিভিন্ন নেতার বাসায় গ্রেফতার অভিযান অব্যাহত রাখে। এমনকি তাদের বাসায় তল্লাশিও করে। কিন্তু কাউকে পায়নি।


রাত ১টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় যান উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস। তারা গুলশানে চেয়ারপারসনের সঙ্গে কথা বলে বের হওয়ার সময় গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। এদেরও রাতে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়।


বিএনপির এ সকল নেতা আটক হওয়ার খবরে তাদের স্বজনেরাও ডিবি কার্যালয়ে আসেন। কিন্তু কারও সঙ্গে দেখা করতে দেয়া হয়নি।


গোয়েন্দা পুলিশের একটি সূত্র বাংলানিউজকে জানান, রাতে বিএনপি নেতাদের পৃথক রুমে রাখা হয়। ব্যারিস্টার মওদুদ আহমেদ, এমকে আনোয়ার এবং রফিকুল ইসলাম মিয়াকে এডিসিদের রুমে রাখা হয়। এডিসিদের রুমে সোফা থাকায় তারা সেখানেই বসে ছিলেন। মধ্যরাতে যখন আব্দুল আউয়াল মিন্টু ও শিমুল বিশ্বাসকে আনা হয় তাদের রাখা হয় দুই জন সহকারী পুলিশ কমিশনারের কক্ষে।


গোয়েন্দা পুলিশের ওই সূত্রটি জানায়, বিএনপি নেতারা অনেকটাই নির্ঘুম রাত কাটিয়েছেন। যেহেতু ডিবি অফিসে আসামিদের রাখার জন্য কোন কাস্টডি নেই সেহেতু তাদের এ ব্যবস্থায় থাকতে হয়েছে। পাশাপাশি তারা কেউ একে অপরের সঙ্গে দেখা করতে পারেননি।


বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩

আইএ/কেএইচ/এনএস/বিএসকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger