কক্সবাজারে ইয়াবাসহ আটক ৩
কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার লিংক রোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
বৃহ¯পতিবার রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বাস চালক জাহাঙ্গীর আলম (৪০), সুপারভাইজার রায়হান উদ্দিন (৩৫) ও হেলপার শাহিদুল ইসলাম (৩০)।
এসময় বাসে তল্লাশি চালিয়ে ৮ হাজার ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হুমায়ুন কবির খোন্দকার বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩
আরএমআই/পিসি/জেসিকে-eic@banglanews24.com
0 comments:
Post a Comment