Friday, November 8, 2013

বোর্ড সভাপতি হতে আগ্রহী মিয়াঁদাদ

করাচি: আব্দুল কাদির ও জহির আব্বাসের পর আরেক সাবেক গ্রেট জাভেদ মিয়াঁদাদ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি নির্বাচনে পদপ্রার্থী হওয়ার আগ্রহ জানালেন। বর্তমানে বোর্ডের পরিচালকের দায়িত্ব পালন করছেন সাবেক এই অধিনায়ক।


গুরুত্বের সঙ্গেই সভাপতি পদটি পাওয়ার কথা ভাবছেন মিয়াঁদাদ,‘নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার কথা আমি গুরুত্বের সঙ্গে ভাবছি। কারণ আমি এখন বোর্ডের কার্যক্রম সম্পর্কে যথেষ্ট ভালো জানি। আর আমার ক্রিকেটীয় প্রেক্ষাপট থেকে পাকিস্তান ক্রিকেটের জন্য অনেক কিছু করতে পারি।’


২০০৮ সালের নভেম্বর থেকে বর্তমান পদে বহাল আছেন মিয়াঁদাদ। ভালো বেতনই পান তিনি। কিন্তু কখনোই বোর্ড বা সভাপতি এই সাবেক তারকার অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়নি। ইজাজ বাট, জাকা আশরাফ ও এখন নাজাম শেঠীর অধীনে কাজ করছেন সাবেক অধিনায়ক।


সভাপতি হতে পারলে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন জানালেন মিয়াঁদাদ,‘আমি জানি পাকিস্তান ক্রিকেটকে অনেক কিছু ফিরিয়ে দিতে পারব। সমর্থক ও বন্ধুদের সমর্থন থেকে বুঝতে পারছি সভাপতির পদটিতে বসতে পারলেই কেবল সম্ভব।’


বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ০৮ নভেম্বর ২০১৩

এনএফ/এফএইচএম/আরআইএস





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger