Friday, November 8, 2013

হোটেল রোজভিউয়ে জয়

সিলেট: সিলেট নগরীর হোটেল রোজভিউয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। শুক্রবার বিকেলে সাড়ে ৪টার দিকে নগরীর উপশহরস্থ এই হোটেলে পৌঁছান তিনি।


এখানে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রীর প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়। মতবিনিময় অনুষ্ঠানে দুইশ’ শিক্ষক-শিক্ষার্থী অংশ নেবেন বলে জানা গেছে। এখানে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন জয়।


এছাড়া, রাত ৮টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।


পরদিন সকাল ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন জয়।


এর আগে, শুক্রবার বেলা ২টা ৫৫মিনিটের সময় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান জয়। সিলেটে পৌঁছেই নগরীর দরগা এলাকায় হযরত শাহজালাল (র.) ও শাহপরাণ এলাকায় হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করেন তিনি।


সফরসঙ্গী হিসেবে জয়ের সঙ্গে রয়েছেন শেখ রেহানার পুত্র রাদোওয়ান সিদ্দিকী মুজিব ববি।


বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩

এএএন/এইচএ/আরআইএস





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger