Tuesday, November 5, 2013

‘পিলখানা হত্যাকাণ্ডের রাজনৈতিক মোটিভ’

বাংলাকাগজ রিপোর্টঃ আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ১৫২ জনকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে হত্যা মামলার বিচারে গঠিত বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান ইতিহাসের সর্ব বৃহৎ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে তিনি এ মামলায় কিছু পর্যবেক্ষণ দেন। এতে প্রথমেই বিচারক রায় ঘোষণায় দেরি হওয়ায় দুঃখপ্রকাশ করেন। আখতারুজ্জামান বলেন, ‘ডাল-ভাত কর্মসূচিসহ এ ধরনের কোনো কর্মসূচিতে কোনো সুশৃঙ্খল বাহিনীকে যুক্ত করা উচিত নয়।’
পিলখানার হত্যাকাণ্ডের এটি একটি অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক, অর্থনৈতিক মোটিভ থাকতে পারে। এছাড়া সামাজিক মোটিভও থাকতে পারে।’
এ সময় বিচারক বলেন, ‘পিলখানার ভেতর স্কুলগুলোতে বিডিআর জওয়ানদের সন্তানদের ভর্তি করতে পারার বিষয়ে ছাড় দেয়া প্রয়োজন। আবাসনের বিষয়টিও নজরে আনতে হবে। প্রয়োজনে পিলখানার ভেতরে বিডিআর জওয়ানদের জন্য আবাসনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।’
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে এক বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। এ ঘটনায় বিচারের মুখোমুখি হন ৮৫০ জন। আসামির সংখ্যার দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে বড় হত্যা মামলা।
এ ঘটনায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবোজ্যোতি খীসা একটি হত্যা মামলা করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ মামলাটি তদন্ত করেন।

Newer Post
Previous
This is the last post.
  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger