সংসদে আবারো তুলোধুনা বিরোধী দল
নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দলের আন্দোলন ও হরতাল কর্মসূচির কঠোর সমালোচনা করে সংসদে পয়েন্ট অব অর্ডারে মহাজোটের এমপিরা বক্তব্য রেখেছেন।
গতকাল সোমবারের পর আজ মঙ্গলবারও বিরোধী দলকে রীতিমত তুনোধুনা করে ছাড়ে ক্ষমতাসীন এমপিরা।
এদিন প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন এবং ৭১ বিধির নোটিসের আলোচনা স্থগিত রাখা হয়। তবে পয়েন্ট অব অর্ডারে মহাজোটের সদস্যরা দীর্ঘ বক্তব্য রাখেন।
আওয়ামী লীগের তোফায়েল আহমদে, সুরঞ্জিত সেন গুপ্ত, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু, জাসদের মাঈন উদ্দিন খান বাদল, আওয়ামী লীগের তারানা হালিম পয়েন্ট অব অর্ডারে কথা বলেন।
তোফায়েল আহমদ হরতালে বোমার আঘাতে আহদের কথা উল্লেখ করে ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
সুরঞ্জিত সেন গুপ্ত হরতালের ব্যাপারে স্পিকার ও সরকার ব্যবস্থা নিতে পারে বলে মন্তব্য করেন। তিনি আবারো সংখ্যালঘুদের ওপর হামলার জন্য বিএনপি দায়ী করেন।
রাশেদ খান মেনন ও মাঈন উদ্দিন খান বাদল বিরোধী দল না এলেও সময় মত নির্বাচন হবে মন্তব্য করেন। বাদল আঘাত আসলে পাল্টা আঘাত হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
0 comments:
Post a Comment