Friday, November 8, 2013

যারা নির্বাচনে অংশ নিবে না তারা গণতন্ত্র ও সংবিধানের শত্রু

চাঁদপুর: যারা নির্বাচনে অংশ নিবে না, তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু ও সংবিধানের শত্রু বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।


শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় বিভিন্ন অনুষ্ঠান যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচনের মৌলিক শত্রু হলো সংবিধান। সংবিধানে সুস্পষ্টভাবে বলা হয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে নির্বাচন করতে হবে। ৫ বছর শেষে সংবিধানের যেই বিধান বা অনুজ্ঞা আছে সেই অনুযায়ীই যথাসময়ে নির্বাচনে অনুষ্ঠিত হবে।


মন্ত্রী আরো বলেন, কোনো ব্যক্তি বিশেষ, গোষ্ঠী বিশেষ যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন, এটা তার ইচ্ছা। কিন্তু নির্বাচনে বাধা দেওয়ার জন্য কোনো গোষ্ঠী বিশেষ, কোনো রাজনৈতিক দল যদি পদক্ষেপ নেয় তাহলে তাদেরকে গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু ও সংবিধান লংঘনকারী বিবেচনা করে তাদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।


এ সময় উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মহসীন আহমেদ, কচুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, ইউপি চেয়ারম্যান ওসমান গণি মোল্লা, আওয়ামী লীগ মিজানুর রহমান মহুরী প্রমুখ।


বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩

এসএইচ/জেসিকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger