Friday, November 8, 2013

প্রধানমন্ত্রীর অপেক্ষায় বড়লেখাবাসী

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের অপেক্ষার প্রহর গুণছেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গ্রহণ করা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন সতর্ক অবস্থায়।


সভাস্থলে জেলা উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে আসতে শুরু করেছেন। দুপুরে ৫টি প্রকল্পের উদ্বোধন এবং ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ সর্বমোট ১২টি প্রকল্পের মোট ৬০ কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


দুপুর ২টা ৩০ মিনিটে হেলিকপ্টার যোগে উপজেলার সুজানগরে বড়থল আদর্শগ্রাম হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বিকেল ৩টায় বড়লেখা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।


উল্লেখ্য, ২০০০ সালের ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বড়লেখায় এসেছিলেন।


বাংলাদেশ সময়: ১৩১১ নভেম্বর ০৯, ২০১৩

পিসি/এমজেডআর





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger