সীতাকুণ্ডে দীর্ঘ যানজট
চট্টগ্রাম: বিএনপির শীর্ষনেতাদের আটকের খবরে চট্টগ্রামের সীতাকুণ্ডে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
নগরীর সিটি গেইট থেকে মিরসরাই পর্যন্ত মহাসড়কে বিক্ষিপ্ত ভাবে যানবাহনগুলো আটকে আছে। তবে সড়কের একপাশে চট্টগ্রামমুখী গাড়ি থেমে থেমে চললেও ঢাকামুখী গাড়ির প্রচণ্ড জট লেগে আছে।
বিএনপির শীর্ষ নেতাদের আটকের খবরে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় মহাসড়কে কয়েক’শ গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিএনপি-জামায়াতের কর্মীরা। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকায় বিএনপি নেতাদের আটকের খবরে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ বাইপাস, কুমিরা, ছোট কুমিরা, বাঁশবাড়িয়া, বারবকুণ্ডসহ বেশ কয়েকটি স্থানে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিএনপি ও জামায়াতের কর্মীরা। এ সময় তারা প্রায় কয়েকশ’ গাড়ির টায়ার কুপিয়ে চাকা পাংচার করে দেয়। এতে সড়কে বিকল হয়ে যায় যানবাহনগুলো।
হাইওয়ে পুলিশের বারআউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন বাংলানিউজকে জানান, সড়কে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করায় রাত ১২টা থেকে ৪টা পর্যন্ত কোন গাড়িই চলাচল করেনি। ফলে ঢাকা ও চট্টগ্রামমুখী হাজারো গাড়ি সীতাকুন্ড পৌরএলাকা থেকে নগরীর প্রবেশপথ সিটি গেইট পর্যন্ত আটকে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়েছে।
তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে র্যাকার দিয়ে সড়ক থেকে গাড়ি সরিয়ে দিলে সকাল থেকে থেমে থেমে যান চলাচল শুরু হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট শুক্রবার রোববার থেকে ফের টানা ৭২ঘণ্টা হরতালের ঘোষণা দেয়ার পর রাতে আটক হন বিএনপির শীর্ষ তিন নেতা।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩
এমবিএম/টিসি/এসএফআই/জিসিপি
0 comments:
Post a Comment