রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
ঢাকা: বৃহস্পতিবার রাতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন দলের চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
গত ১২০ ঘণ্টার হরতালে দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের হত্যা, আহত, গ্রেফতার ও সাজা দেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।
পাশাপাশি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দেওয়ার দাবিতে নতুন কর্মসূচির বিষয়ে আজকের বৈঠকে সিদ্ধান্ত হবে বলে বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩
এমএম/জেডএস/জিসিপি
0 comments:
Post a Comment