বার্সার জয়ে চেনা রূপে মেসি
ঢাকা: টানা চার ম্যাচ গোলের দেখা নেই। লিওনেল মেসির দুর্বল ফর্ম নিয়ে চলছিল গুঞ্জন। অবশেষে দুই গোল করে সমালোচকদের মুখ বন্ধ করলেন. আর হতাশ ভক্তদের আবারও উল্লসিত করলেন আর্জেন্টাইন তারকা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বুধবার বার্সেলোনা ৩-১ গোলে জিতেছে এসি মিলানের বিপক্ষে।
‘এইচ’ গ্রুপের ম্যাচে ন্যু ক্যাম্পে মিলানকে স্বাগত জানিয়েছিল বার্সা। ৩০ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় তারা। ২৪ সেপ্টেম্বরের পর ঘরের মাঠে এটাই প্রথম গোল চারবারের ফিফা বর্ষসেরা তারকার।। ৯ মিনিট পর কোনাকুনি শটে সার্জিও বুসকেটস ব্যবধান দ্বিগুণ করেন।
কাকার পাস প্রথমার্ধের আগ মুহূর্তে নিজেদের জালে জড়িয়ে দিয়ে মিলানের ব্যবধান কমিয়ে দেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। তবে ৮৩ মিনিটে সেস ফেব্রিগাসের পাস থেকে জয় নিশ্চিত করেন মেসি।
এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে নকআউট পর্বের দ্বারপ্রান্তে বার্সা। পাঁচ পয়েন্টে দ্বিতীয় স্থানে মিলান। এদিন গ্রুপের অন্য ম্যাচে সেলটিকের বিপক্ষে ১-০ গোলে প্রথম জয় পেয়েছে আয়াক্স।
বাংলাদেশ সময়: ০৭২১ ঘণ্টা, ৭ নভেম্বর ২০১৩
এফএইচএম/আরআইএস
0 comments:
Post a Comment