Saturday, November 9, 2013

ধাওয়ায় অটোরিকশা উল্টে নিহত এক

নিহত নির্মল দাশ (৪৫) বেসরকারি ইউএসটিসি মেডিকেলের পরিচ্ছন্নতা কর্মী। তার বাড়ি হাটহাজারির মধ্যম মাদার্শা গ্রামে।


অটোরিকশার যাত্রীদের উদ্ধৃত করে নিহতের আত্মীয় দোলন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ি থেকে অটোরিকশায় করে চট্টগ্রাম শহরে আসছিলেন নির্মল। পথে হাটহাজারির নিয়ামত আলী সড়কে পিকেটারদের ধাওয়ায় অটোরিকশাটি উল্টে যায়।


এ সময় চালকের বাম পাশে বসা নির্মল গুরুতর আহত হন।


দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক নির্মলকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান।


অবশ্য পিকেটারদের ধাওয়ায় অটোরিকশাটি উল্টে গিয়েছিল কি-না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।


মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এসআই রাশেদুল ইসলাম বলেন, দ্রুত গতিতে যাওয়ার সময়ও এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে।





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger