Thursday, November 7, 2013

গণপ্রকৌশল দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি

ঢাকা: গণমানুষের সামগ্রিক মুক্তির জন্য প্রযুক্তির গণমুখী ব্যবহার নিশ্চিত করার আহবান জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।


গণপ্রকৌশল দিবস ১৩ ও আইডিইবির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় আইডিইবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহবান জানানো হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। এতে আরো ছিলেন সহ-সভাপতি একেএম আবদুল মোতালেব, যুগ্ম সম্পাদক মো. ফজলুর রহমান খান, খন্দকার মাইনুর রহমান, আতিয়ার রহমান, সাইদুর রহমান, মো. শামসুল হক, গিয়াস উদ্দিন, কাজী নজরুল ইসলাম, কামরুজ্জামান নয়ন, মো. রেহান মিয়া, সাদিয়া সুলতানা, ঢাকা জেনিক সভাপতি মো. খবির হোসেন প্রমুখ।


সংবাদ সম্মেলনে বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহার এবং এর সুফল জনমানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে সামাজিক আন্দোলন ও জনমত সৃষ্টির বিকল্প নেই। এ জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার পাশাপাশি এ সেক্টরে নিয়োজিত কর্মীদের বিশেষ দায়বোধ রয়েছে। এ কারণে দেশজুড়ে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এ দিবস উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।


গণপ্রকৌশল দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে-৮ নভেম্বর সকাল ১০টায় আইডিইবি ভবনে র‌্যালির শুভ উদ্বোধনসহ আলোচনা সভা, জাতীয় প্রেসক্লাবে যাওয়া, একাধিক জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, এটিএন বাংলা ও দেশ টিভিতে আলোচনা অনুষ্ঠান সম্প্রচার, ১০ নভেম্বর বিকেল ৩টায় নবীন প্রবীণ সদস্য প্রকৌশলী ও পরিবারের সদস্যদের পারিবারিক সম্মেলন, ১৩ নভেম্বর বিকেল ৩টায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে ঢাকায় আইডিইবি ভবনে উন্নয়ন ও সমৃদ্ধির জন্য গণমুখী প্রযুক্তি-রাজনৈতিক সিদ্ধান্তের গুরুত্ব শীর্ষক আলোচনা।


৮ থেকে ১০ নভেম্বরের মধ্যে জেলা কমিটির উদ্যোগে জেলা সদরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা, ৯ থেকে ১৪ নভেম্বরের মধ্যে সব জেলায় নবীন-প্রবীণ সদস্য প্রকৌশলী ও পরিবারের সদস্যদের সম্মেলন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত সদস্য প্রকৌশলীদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হবে।


বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৩

এমবি/জেডএম/এমজেডআর





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger