বাংলাবাজারে জবি ছাত্রদলের মিছিল-ককটেল
ঢাকা: রাজধানীর বাংলাবাজারের প্যারীদাস রোডে ঝটিকা মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। এ সময় তারা পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় ও পেট্রোল ঢেলে রাস্তায় আগুন ধরিয়ে দেয়।
রোববার সকাল ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট টানা ৮৪ ঘণ্টার হরতাল চলছে। রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
এমএএ/জেডএস/বিএসকে
0 comments:
Post a Comment