নির্বাচন শুধু ক্ষমতা হস্তান্তরেই সীমাবদ্ধ নয়
ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আগামী নির্বাচন শুধু ক্ষমতা হস্তান্তর করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এ নির্বাচনের মাধ্যমে ঠিক হবে আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দেশে থাকবে, না কি স্বাধীনতাবিরোধী শক্তি ৭১-এর মতো দেশ চালাবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্মিলত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো: নাসিমের সভাপতিত্বে সভায় উপস্থিত আছেন, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি কেএম শফিউল্লাহ, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপটেন (অব.) এ বি তাজুল ইসলাম, সংসদ সদস্য খলিদ মাহমুদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য শিল্পী মমতাজ বেগম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ)সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া, গণতান্ত্রিক পার্টির সদস্য মাহমুদুর রহমান বাবু, সম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চের আহ্বায়ক অজয় রায় প্রমুখ।
রাশেদ খান মেনন আরও বলেন, বিরোধী দলের আন্দোলন নির্বাচনকে কেন্দ্র করে নয়, নির্বাচনে যাওয়া তাদের মুখ্য নয়। জাতীয় সংসদে পঞ্চম সংশোধনী বাতিলের পর থেকেই তারা আন্দোলনের ডাক দেয়। এরইমধ্যে তারা সারাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতা চালাচ্ছে। বিরোধী দল ঘোষণা দিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে দেবে না। এতেই তাদের চেহার পরিষ্কার হয়েছে। তারা জাতির এগিয়ে যাওয়ার অভিযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইছে।
নাসির উদ্দিন ইউসুফ বলেন, আমরা ক্রমশই একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিণত হচ্ছি।আগামী নির্বাচন শুধুমাত্র গণতন্ত্র রাক্ষার জন্যই নয় বরং নির্বাচন করতে হবে মুক্তিযুদ্ধের অস্প্রদায়িক রাষ্ট্রহিসেবে বাংলাদেশ থাকবে কি না। বাংলাদেশ কি জাতি রাষ্ট্র হিসেবে থাকবে। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে এটা প্রমাণিত হবে। আন্দোলন অসাম্প্রদায়িক দেশ গঠনের জন্য। এ আন্দোলন চালিয়ে যেতে হবে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩
এসএম/এনএস/বিএসকে
0 comments:
Post a Comment