গ্রেফতারের ঘটনায় সুইডেন বিএনপির নিন্দা
স্টকহোম: শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও ব্যক্তিগত সহকারী অ্যডভোকেট শামসুর রহমন শিমুল বিশ্বাসকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন সুইডেন প্রবাসী জাতীয়তাবাদী দল সমর্থকরা।
তাৎক্ষণিক এক বিজ্ঞপ্তিতে সুইডেন প্রবাসী জাতীয়তাবাদী দল সমর্থকদের পক্ষ থেকে সাবেক রামেক ছাত্রদল সম্পাদক ডাঃ রুবেল সাজিদ বলেন, বতর্মান সরকার বিরোধী দলের আন্দোলন সংগ্রাম দমিয়ে নিজেদের উদ্দেশ্য সফল করার নীল নকশায় এ ধরনের গ্রেফতার অভিযান চালাচ্ছে।
হামলা-মামলা ও গ্রেফতার করে বিএনপির নেতাকর্মীদের দমানো যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আগামীতে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে জবাব এসব ঘটনার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করে অবিলম্বে স্থায়ী কমিটির সদস্যদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।
বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩
টিকে/এমজেডআর
0 comments:
Post a Comment