শেষ ষোলোয় অ্যাতলেতিকো
মাদ্রিদ: দুই ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করল অ্যাতলেতিকো মাদ্রিদ। বুধবার নিজেদের মাঠে অস্ট্রিয়া ভিয়েনার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে তারা।
ইউরোপের শীর্ষ সারির এই প্রতিযোগিতায় টানা চতুর্থ জয়ে নিজেদের ক্লাব রেকর্ড গড়ে ১২ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপে সবার উপরে অ্যাতলেতিকো। পাঁচ পয়েন্ট নিয়ে জেনিত সেন্ট পিটার্সবার্গ দুইয়ে, দলটির সঙ্গে ১-১ গোলে ড্র করে চার পয়েন্ট নিয়ে তিনে এফসি পোর্তো। ভিয়েনার অর্জন এক পয়েন্ট।
স্প্যানিশ ক্লাবটি গোলমুখ খোলে ১১ মিনিটে। কোকের কর্নার কিক থেকে বক্সের ভেতর দাঁড়িয়ে থাকা মিরান্ডা এগিয়ে দেন দলকে। রাউল গার্সিয়াকে ২৫ মিনিটে বক্সের ডান প্রান্তে খুঁজে পান দিয়েগো কোস্তা। একটু সময় নিয়ে ক্রস করেন এই ব্রাজিলিয়ান। হেড করে দুজনকে ফাঁকি দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন গার্সিয়া।
৪৫ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন লুইস ফিলিপ। পেনাল্টি থেকে ৭৫ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন কোস্তা, কিন্তু গোলরক্ষক হেইঞ্জ লিন্ডনার সহজেই সেটা রুখে দেন। জন্মসূত্রে ব্রাজিলিয়ান এই স্প্যানিশ তারকা সাত মিনিট পর টুর্নামেন্টে নিজের তৃতীয় গোল করে ওই ব্যর্থতা ভুলিয়ে দেন।
ভিয়েনা কয়েকবার সুযোগ পেলেও টুর্নামেন্টে গোলখরা কাটাতে পারল না। অন্যদিকে গত আগস্টে স্প্যানিশ সুপার কাপ থেকে শুরু করে খেলা ১৫ ম্যাচে ১৪তম জয় পেল অ্যাতলেতিকো।
বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, ৭ নভেম্বর ২০১৩
এফএইচএম/জিসিপি
0 comments:
Post a Comment